মঙ্গলবার, ১৬ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুরে ব্রীজ থেকে লাফিয়ে নদীতে গোসল করতে গিয়ে পাপুল হাসান নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম পাপুল হাসান (১৩)। সে উপজেলার ধোপাঘাটা গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে। এছাড়া পাপুল সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পাপুল হাসান বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ছোট ভাইসহ কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে যায়। সেখানে ব্রীজ থেকে লাফিয়ে নদীতে গোসল করা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা নদী থেকে পাপুল হাসানের মৃতদেহ উদ্ধার করে। পরে মোহনপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলেন।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, পাপুল হাসানের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সানশাইন/টি.এ