রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি
পত্নীতলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট/২২ এর ইউনিয়ন পর্যায়ের খেলার উদ্বোধন শনিবার উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাটিন্দর ইউপির চেয়ারম্যান সুলতান মাহমুদ উক্ত খেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ, সিধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, আয়নাল হক, সুবোধ চন্দ্র সহ অন্যান্য সূধীজন, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় তকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে হাজরাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শাশইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে।
সানশাইন / শামি