সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইছাহাক আলী প্রামানিক (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.. রাজিউন)।
ইছাহাক আলী প্রামানিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
মঙ্গলবার সকালে বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন। মরহুম ইছাহাক আলী প্রামানিক এর বাড়ি ঝিকরা ইউনিয়নের ঝিকরা গ্রামে। বিকালে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
ইছাহাক আলী প্রামানিক ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিক এর পিতা। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। ইছাহাক আলী প্রামানিক এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।