নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) ইনকাম ট্যাক্স, ভ্যাট ও সিএ সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে| সোমবার (২৩ মে, ২০২২) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের জিইডি কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম। ইউনিভাসির্টির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির চীফ-কো অর্ডিনেটর ও আইকিউএসি সেলের ডিরেক্টর প্রফেসর পি.এম. সফিকুল ইসলাম।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আবদুল কুদ্দুসের সঞ্চালনায় সেমিনারে ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সাজেদুল ইসলাম, আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সানশাইন / শামি


প্রকাশিত: মে ২৩, ২০২২ | সময়: ৬:৩৯ অপরাহ্ণ | Daily Sunshine