বাজারের আগুনে পুড়ছে পকেট

স্টাফ রিপোর্টার: বাজারে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া। দিনে দিনে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে সাধারণ ক্রেতারা সমস্যায় পড়েছেন। বাজারে পণ্যের দামের আগুনে পুড়ছে ক্রেতার পকেট।
এক সপ্তাহের ব্যবধানে রাজশাহীতে বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম। সপ্তাহের শেষ দিনে রাজশাহীর মাছের বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি সবজি, মাংস ও মাছের দাম বেড়েছে।
রাজশাহীর বাজারে বেড়েছে সবজির দাম। প্রতিটি সবজি ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। ২০ টাকা বৃদ্ধি পেয়ে বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে, ১০ টাকা বৃদ্ধি পেয়ে করোলা বিক্রি হচ্ছে ৬০ টাকা , ১০ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে ঢেঁড়স, পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা, ২০ টাকা বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে মরিচ বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজিতে।
রাজশাহী মহানগরীর উপশহর কাঁচা বাজারে সবজি কিনতে আসা শরিফুল ইসলাম জানান, দিনে দিনে সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এভাবে যদি দাম বাড়তে থাকে তাহলে মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড়।
মাছের বাজারেও আগুন। ৩০ টাকা বৃদ্ধি পেয়ে মৃগেল মাছ বিক্রি হচ্ছে ১৫০ টাকা, রুই মাছ কেজিতে ৭০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা, পূর্বের দামের চেয়ে ৭০ টাকা বৃদ্ধি পেয়ে বাটা মাছ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৮০ টাকা, ৩০০ টাকা কেজিতে বৃদ্ধি পেয়ে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে একা ৬০০ টাকা, গত সপ্তাহের চেয়ে ১৫০ টাকা বেড়ে পাবদা মাছ বিক্রি হচ্ছে ৫০০ টাকা, ১০০ টাকা বৃদ্ধি পেয়ে টেংরা মাছ বিক্রি হচ্ছে ৮০০ টাকা এবং ২০০ টাকা বৃদ্ধি পেয়ে গুচি মাছ বিক্রি হচ্ছে ১০০০ টাকা কেজিতে।
এ সপ্তাহে বাজার ঘুরে দেখা যায় মুরগির বাজারেও একই অবস্থা। ব্রয়লার মুরগি ৪০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজিতে, সপ্তাহের চেয়ে ৩০ টাকা বৃদ্ধি পেয়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজিতে, অপরিবর্তিত রয়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪২০ টাকা কেজিতে।
এছাড়াও সাপÍাহিক ছুটির দিনে বাজার ঘুরে দেখা যায় বেড়েছে ডিমের দাম। সপ্তাহের চেয়ে হালিতে ১০ টাকা বৃদ্ধি পেয়ে লাল ও সাদা ডিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৪ টাকা।
এছাড়া গরুর মাংশ পরিবর্তিত দামে বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজিতে এবং খাশির মাংশ বিক্রি হচ্ছে ৮৫০ টাকা কেজি দরে। মুদি দোকান ঘুরে দেখা যায় মুদিপণ্যের দাম স্থিতীশীল রয়েছে।


প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২ | সময়: ৫:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ