সর্বশেষ সংবাদ :

ধামইরহাটের একটি ইউপি নির্বাচনের গেজেট স্থগিত

ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সাধারণ ওয়ার্ডের সদস্যরা আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ গুলোকে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয়। এতে উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাগণ, সুশীল সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
৯ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে ১নং ধামইরহাট ইউনিয়নে স্বতন্ত্র বিজয়ী প্রার্থী এটিএম বদিউল আলম, ২নং আগ্রাদ্বিগুনে ইসমাইল হোসেন মোস্তাক, ৩নং আলমপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান ওসমান গণি, ৪নং উমার ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ৫নং আড়ানগর ইউনিয়নে স্বতন্ত্র বিজয়ী প্রার্থী মোসাদ্দেকুর রহমান, ৬নং জাহানপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ৭নং ইসবপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীসহ সংরক্ষিত সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্যগণ পৃথকভাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
সকালে উমার ইউনিয়নের দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়ে এবং বিকেলে ধামইরহাট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে শেষ হয়।
বিকেলে ধামইরহাট ইউনিয়ন পরিষদে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চতুর্থ দফায় গত ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ৭ ফেব্রুয়ারি চেয়ারম্যান ও ৮ ফেব্রুয়ারি তারিখে ইউপি সদস্যগণ শপথ গ্রহণ করেন।
৮নং খেলনা ইউনিয়নের চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী নৌকার প্রার্থী নাজমুল হোসেন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের গেজেট বন্ধ রয়েছেন। ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহিল মাহমুদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ