নিয়ামতপুরের আট ইউনিয়নের সাতটিতে নৌকার প্রার্থী বিজয়ী

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ষষ্ঠ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে। হাজিনগর ইউনিয়নে আব্দুর রাজ্জাক (নৌকা) প্রাপ্ত ভোট ১১ হাজার ১৯১, নিকটতম প্রতিদ্বন্দ্বি আমিনুল ইসলাম (আনারস) প্রাপ্ত ভোট ৪ হাজার ৮৩৮, চন্দননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান বদি (ঘোড়া) প্রাপ্ত ভোট ৮ হাজার ৫৮৭, নিকটতম প্রতিদ্বন্দ্বি খালেকুজ্জামান তোতা (নৌকা) ৭ হাজার ২২৫, ভাবিচা ইউনিয়নে ওবাইদুল হক (নৌকা) প্রাপ্ত ভোট ১৩ হাজার ৭১৩, নিকটতম প্রতিদ্বন্দ্বি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম (আনারস) প্রাপ্ত ভোট ৬ হাজার ৫৪, নিয়াতপুর ইউনিয়নে বজলুর রহমান নইম (নৌকা) প্রাপ্ত ভোট ৭ হাজার ৮৯, নিকটতম শামীম রেজা চৌধুরী বাদশা (আনারস) প্রাপ্ত ভোট ৪ হাজার ৫৬২, রসুলপুর ইউনিয়নে মোতালেব হোসেন বাবর (নৌকা) প্রাপ্ত ভোট ১২ হাজার ৪৫০, নিকটতম প্রতিদ্বন্দ্বি সাজ্জাদ হোসেন টিটু (ঘোড়া) প্রাপ্ত ভোট ৮ হাজার ৫২২, পাড়ইল ইউনিয়নে সৈয়দ মুজিব গ্যান্দা (নৌকা) ৭ হাজার ৭৭১, নিকটতম প্রতিদ্বন্দ্বি মঞ্জুর রহমান (আনারস) প্রাপ্ত ভোট ৪ হাজার ১৯৫, শ্রীমন্তপুর ইউনিয়নে রফিকুল ইসলাম (নৌকা) প্রাপ্ত ভোট ১০ হাজার ৩১৩, নিকটতম প্রতিদ্বন্দ্বি খলিলুর রহমান (আনারস) প্রাপ্ত ভোট ৭ হাজার ৩১ এবং বাহাদুরপুর ইউনিয়নে মামুনুর রশীদ (নৌকা) প্রাপ্ত ভোট ৯ হাজার ১১০ নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমরান হোসেন (চশমা) প্রাপ্ত ভোট ৭ হাজার ৭৯৪।
নিয়ামতপুর উপজেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২ | সময়: ৪:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ