ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট পত্রিকা বন্ধ হয়ে গেল

সানশাইন ডেস্ক;

করোনার প্রভাবে বিশ্বে একের পর এক পত্রিকা মুদ্রণ বন্ধ করছে বিভিন্ন সংবাদপত্র । সে লম্বা তালিকায় নাম লিখিয়েছিল ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট। তবে অনলাইন সংস্কার চালু ছিল তাদের, কিন্তু এবার স্থায়ীভাবেই বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্টর সব ধরনের কার্যক্রম ।

রোববার পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মালিকপক্ষ ।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী বলেছেন, আপাতত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের তা বলে দেওয়া হয়েছে। সবাই তাদের প্রাপ্য পাওনা পেয়ে যাবেন খুব শীঘ্রই ।

দেশে করোনার প্রাদুর্ভাবে অফিস-আদালত বন্ধ করে দিয়ে শুরু হয়েছিলো সর্বাত্মক লকডাউন । এতে করে বিভিন্ন অফিস-আদালত এমনকি বাসা বাড়িতেও ছাপানো পত্রিকা রাখা বন্ধ করে দেয় অনেকেই । ফলে লকডাউনের সময়টাই ঢাকায় এবং ঢাকার বাইরে সংবাদপত্রের বিক্রি এক ধাক্কায় অর্ধেকে নেমে আসে । ঐ পরিস্থিতিতে লোকসান এড়াতে কয়েকটি পত্রিকা ছাপানো সাময়িকভাবে বন্ধ রাখা হয় । ২০২০ সালের ৬ এপ্রিল সেই তালিকায় নাম লেখায় দ্য ইনডিপেনডেন্ট পত্রিকা ।


প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ | সময়: ৫:৪৭ অপরাহ্ণ | সুমন শেখ