সর্বশেষ সংবাদ :

ছাত্রী হোস্টেলের জায়গায় গোশালা নির্মাণের অভিযোগ

গরু সুরক্ষা এবং গবেষণা কেন্দ্র নির্মাণ করে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ। শিক্ষার্থীদের অভিযোগ যে জায়গায় এটি নির্মাণ করা হয়েছে সেই স্থান ছাত্রী হোস্টেল নির্মাণের জন্য সংরক্ষিত ছিল।

কলেজের অধ্যক্ষ রমা শর্মা দাবি করেছেন, শিক্ষার্থীরা গবেষণার প্রয়োজনে সেখানে একটি গরু রয়েছে। আর সেখানে কোনও গোশালা বা গরুর আশ্রয় কেন্দ্র নেই। রমা শর্মা বলেন, ‘স্থপতিরা জায়গাটি দেখেছেন আর আমাদের বলেছেন এটি একটা পেছন দিকের জায়গা এবং সেখানে কোনও হোস্টেল নির্মাণ করা যাবে না। ছাত্রী হোস্টেল আমার স্বপ্নের প্রকল্প আর স্থপতিরা এর জন্য একটি আদর্শ জায়গা বের করবেন।’ তবে ভারতীয় শিক্ষার্থী ফেডারেশনের (এসএফআই) হংসরাজ কলেজ ইউনিটের অভিযোগ ছাত্রী হোস্টেলের জন্য সংরক্ষিত স্থানে নির্মাণ করা হয়েছে ‘স্বামী দয়ানন্দ গরু সুরক্ষা এবং গবেষণা কেন্দ্র’। এই কেন্দ্রকেই গোশালা আখ্যা দিয়েছে শিক্ষার্থীদের গ্রুপটি। তাদের অভিযোগ, ‘মহামারির কারণে কলেজ বন্ধ থাকার পরও আমাদের কলেজ প্রশাসন সব ফি পরিশোধ করতে বলেছে, যদিও আমাদের বেশিরভাগেরই পরিবার মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের বিস্ময়ের মাত্রা কল্পনা করুন, যখন আমরা জানতে পারলাম বন্ধ থাকার সময়ে কলেজ কর্তৃপক্ষ কোনও সতর্কতা এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই পূর্ণাঙ্গ ‘গোশালা’ নির্মাণ করে ফেলেছে।’ কলেজ কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরুর উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি ওই গোশালা বন্ধ করে দিয়ে দীর্ঘ প্রতিক্ষীত ছাত্রী হোস্টেল নির্মাণ শুরু করতে হবে।


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২ | সময়: ৫:০১ অপরাহ্ণ | সুমন শেখ