পুঠিয়ায় নকল হারবাল ক্রিমের সরঞ্জামসহ আটক ১

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর পুঠিয়ায় নকল হারবাল ক্রিমের সরঞ্জামসহ মোল্লা উদ্দিন (৫৫) নামের একজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক মোল্লা উদ্দিন উপজেলার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামের আঃ সামাদের ছেলে।

পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত্রি আড়াইটার সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা কালে পুঠিয়া থানা পুলিশের একটি টিম মোল্লা উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বসতবাড়ীর টিনের তৈরী ঘরের মেঝে হতে লতা হারবাল ক্রিম, পাতা হারবাল ক্রিম, ক্রিমের খালি কৌটা, ক্রিম তৈরীর বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৮ লক্ষ ২৩ হাজার ৮’শ টাকা।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, দীর্ঘ দিন ধরে মোল্লা উদ্দিন গোপনে ভেজাল ক্রিম তৈরী করে আসছে। এই অভিযোগে প্রেক্ষিতে ভেজাল ক্রিম তৈরীর সরঞ্জামসহ মোল্লা উদ্দিনকে আটক করা হয়। আসামী মোল্লা উদ্দিনকে বিশেষ ক্ষমতা আইনে আটক করে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২ | সময়: ৩:১২ অপরাহ্ণ | সুমন শেখ