মা হলেন নবম শ্রেণির ছাত্রী, পিতৃত্বের পরিচয় দিতে অস্বীকার প্রেমিকের

স্টাফ রিপোর্টার: নবজাতক শিশুকে নিয়ে চরম বিপাকে পড়েছে রাজশাহী চারঘাট উপজেলার ০২নং শলুয়া ইউনিয়ন পরিষদের মাড়িয়া শাহ্পাড়া গ্রামের নবম শ্রেণির ছাত্রী। প্রেম থেকে শারীরিক সম্পর্কে জড়িয়ে ওই ছাত্রী ২০২১ সালের ২৭ নভেম্বর সন্তানের জন্ম দিয়েছে। তবে, প্রেমিক ওই সন্তানকে স্বীকৃতি দিতে অস্বীকার জানায়। এ ঘটনায় ভূক্তভোগি ছাত্রীর মা বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।
ওই ছাত্রী জানান, ২০১৯ সালের দিকে একই গ্রামের পলান শেখের ছেলে সায়েমের (১৯) সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপরে আমি গর্ভবতী হয়ে পড়ে সে। বিষয়টি ভূক্তভোগী ছাত্রী তার প্রেমিক সায়েমকে জানায়। প্রথমে সায়েম সব মেনে নিয়ে আশ^াস দেয়। ধীরে ধীরে বিষয়টি পরিবারের লোকজনের মধ্যেও জানাজানি হয়ে যায়। এরপরে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হলে সায়েম ও তার পরিবার উল্টে যায়। পাশাপাশি হুমকিও দিতে থাকে। এমন পরিস্থিতিতে অসহায় হয়ে ২০২১ সালের ২২ জুন ওই ছাত্রীর মা রাজশাহী চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন।
এব্যাপারে রাজশাহী চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে সায়েমের(১৯) বিরুদ্ধে ওই ছাত্রী মা মামলা দায়ের করেন। বর্তমানে আসামিরা জামিনে আছে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। এ বিষয়ে সায়েমের পরিবারে সদস্যদের কেউ কিছু বলতে রাজি হননি।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ৭:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ