বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ ইং, ২০শে আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার নির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বুধবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও পংকজ চন্দ্র ৭২ জন সাধারণ ও সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা এবং তাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে অবগত করে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সসরদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্বপ্রাপ্ত) গোলাম মোস্তফা। এর আগে উপজেলা চত্বরে নিবার্হী কর্মকর্তা (ইউএনও) গ্রাম পুলিশদের মাঝে কম্বল বিতরন করেন।