সানশাইন ডেস্ক;নানা প্রতিকুলতার মধ্যেও এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল একই পরিবারের যমজ দুই ভাই আর এক বোন । পণ ছিল, যে করেই হোক এসএসসি পরীক্ষায় ভালো ফল করা । অভাব অনটনের সংসারে, সব বাধা পেরিয়ে সফলতাও পেয়েছে তারা । সবাইকে তাক লাগিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে যমজ দুই ভাইয়ের একজন গোলাম রাব্বানী রাজন (বড়) আরেক ভাই গোলাম সাকলায়েন সাজন(ছোট )। বাঘা উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়েছে যমজ এই দুই ভাই।

জিপিএ-৫ এর ভাগ্যের দুয়ার থেকে ফিরে গেছে বয়সে তাদের ১ বছরের বড় বোন উম্মে কুলসুম সিনথিয়া । মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল উম্মে কুলসুম সিনথিয়া । ফিস কালচার এন্ড ব্রিডিং বিভাগে তার গ্রেড পয়েন্ট ৪.৭৯ ।

আর্থিক অনটন, দারিদ্র্যের দৈন্যতা পেছনে ফেলে ওরা এগিয়ে গেছে ভালো কিছু করার লক্ষ্যে সামনের দিকে। সংসারে উপার্জনক্ষম বাবা দুইবার ষ্টোক করে অসুস্থ হওয়ার পরে নিজের আগ্রহ, নানা, মামার সহযোগিতায় ফলাফল ভালো করেছে তারা । অভাবের বাঁধ ভেঙ্গে সাফল্যের চ্যালেঞ্জ এখন সামনের দিকে তাদের ।


প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২ | সময়: ৮:৩৪ অপরাহ্ণ | সুমন শেখ