আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও মন্দির পরিদর্শনে এসপি সুদীপ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে এ আয়োজন করা হয়। এরপর রাত সাড়ে ৮ টায় সান্তাহার রথবাড়ি সার্বজনীন রাধা মাধব মন্দির কমিটির সভাপতি প্রদীব ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, সান্তাহার পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারী, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাপ্পা দেবনাথ, সান্তাহার রথবাড়ি সার্বজনীন রাধামাধব মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীব প্রামাণিক। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন, সহকারী উপ পরিদর্শক আজিমুল হক আজিম, মনিরুল ইসলাম, পল্লী চিকিৎসক সঞ্জয় কুমার প্রমূখ।

প্রধান অতিথি সুদীব কুমার চক্রবর্তী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রতিটি পূজা মন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও পর্যাপ্ত পুলিশ, আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানাতে। পুলিশ সর্বক্ষণ তাদের সহযোগিতা করবে বলে জানান তিনি।


প্রকাশিত: অক্টোবর ২, ২০২২ | সময়: ১২:২২ পূর্বাহ্ণ | সানশাইন