বিয়ের পর হানিমুনে নয়, যুদ্ধের ময়দানে ইউক্রেনের যুগল

ঢাকা অফিস: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান শুরুর কয়েক ঘণ্টার মাথায় বিয়ের সিদ্ধান্ত নেন ইউক্রেনের প্রেমিক যুগল ইয়ারিনা আরিভা এবং ভিয়াতোস্লাভ ফারসন। যদিও তাদের এখন বিয়ের কথা ছিল না। তবে হঠাৎ রাশিয়ার আক্রমণে সব পরিকল্পনা পাল্টে যায়। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের পরে হানিমুনে নয়, যুদ্ধের ময়দানে নামার সিদ্ধান্ত নেয় এই যুগল। বিয়ের প্রথম দিনই ইউক্রেইনের হয়ে লড়াই করার শপথ নেন তারা। আরিভা বলেন, ‘আমাদের পক্ষে যতটুকু সম্ভব করবো। অনেক কিছুই করার আছে। শুধু এইটুকু প্রত্যাশা, সবকিছু ঠিক হয়ে যাবে।’প্রাপ্ত বয়স্কদের যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজের দেশকে বাঁচাতে আপনিও এই যুদ্ধে নেমে পড়তে পারেন। এটাই এখন একমাত্র সমাধান।’উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা শুরু করে রাশিয়া। দ্বিতীয় দিনেই রাশিয়ার সেনারা দেশটির রাজধানী কিয়েভে পৌঁছে যায়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২ | সময়: ২:৫৩ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর