শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে আগামী ২২ অক্টোবর পালিত হতে যাচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪। দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ৫ অক্টোবর সকাল ১১ ঘটিকায় রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়ে ট্রাফিক ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ র্কর্মসূচী পালিত হয়।
সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও জনসচেতনতা সৃষ্টিই ছিলো উক্ত কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য। এতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সদস্য ডাঃ মনিরুল হক, সবুজ আলী ও সাব্বির আহমেদ সহ স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।