শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
শপথবাক্য পাঠ করান, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এর আগে বিকেল ৩টায় নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ২৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন, আপনারা মনে করবেন, সবাই আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। চেয়ারম্যান হওয়ার পর ভোটের আগের বিরোধীদের দেখে নেয়ার মানসিকতা দেখা যায়। এমন কাজ কখনও করবেন না। ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা পালন করার চেষ্টা করবেন।
জেলা প্রশাসক আরও বলেন, আপনারা যেহেতু হাত পেতে ভোট ভিক্ষা করেছেন, সেটি সবসময় মনে রাখবেন। আপনি সকল শ্রেণিপেশার মানুষ, প্রশাসন, পুলিশ তথা রাষ্টের কাছে ঋণী। কারন আপনি জনপ্রতিনিধি।
মনে রাখবেন, আপনি জনগণ বা রাষ্ট্রের কর্মচারী। আজকে যা শপথ নিয়েছেন, তা কখনও ভুলে যাবেন না। সকলের সাথে ভালো ব্যবহার করবেন, কোন অনৈতিক কাজের সাথে জড়িত হবেন না।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন, শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আহমেদ মামবুব-উল-ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।
শপথ গ্রহণ করেন, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা, দাইপুখুরিয়ার আলোমগীর রেজা, চককীর্তির আনোয়ার হাসান আনু মিঞা, ঘোড়াপাখিয়ার মামুন অর রশিদ, ছত্রাজিতপুরের গোলাম রব্বানী ছবি, উজিরপুরের দুরুল হোদা, মনাকষার মির্জা শাহাদাৎ হোসেন খুররম, নয়ালাভাঙার মোস্তাকুল ইসলাম পিন্টু, বিনোদপুরের রুহুল আমিন, মোবারকপুরের মাহমুদ মিঞা, পাঁকার আবদুল মালেক, শ্যামপুরের রবিউল ইসলাম ও ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ।