শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার নবাগত ইউএনও মো. সোহরাব হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পবা উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ।
বুধবার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহরাব হোসেনকে এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, হরিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুসফিকুর রহমান, হরিয়ান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ছাবের আলী।