চাঁপাইনবাবগঞ্জে দুইদিন পর নিহত আব্দুল্লাহর মরদেহ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আব্দ্ল্লুাহ’র মরদেহ দুদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

 

গত বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে উপজেলার জোহরপুর টেক সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেয়া হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। লাশ হস্তান্তরের সময় সেখানে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

 

মনির-উজ-জামান বলেন, সীমান্তের ২৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার এলাকা দিয়ে আব্দুল্লাহর মরদেহ ফেরত দেয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের পাশাপাশি, দুই দেশের পুলিশ ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

গত রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল্লাহ। তিনি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশি পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

 

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী বলেন, গত রোববার রাতে আব্দুল্লাহ সহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল্লাহ। পরে বিএসএফ সদস্যরা আব্দুল্লাহর লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে অক্ষত অবস্থায় তার সহযোগীরা ফিরে আসে।


প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ | সময়: ৩:৫২ অপরাহ্ণ | Daily Sunshine