মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
সারাদেশে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহীর দুই উপজেলায় ভোট গ্রহণ শেষে চারঘাটে নতুন মুখ কাজী মাহমুদুল হাসান মামুন ও বাঘায় এ্যড. লায়েব উদ্দিন লাভলু নির্বাচিত হয়েছেন। সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বুধবার দু’টি উপজেলা চারঘাট ও বাঘার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে,বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও শেষ বেলায় ভোটার উপস্থিতি অনেকটায় বাড়তে থাকে।
এরমধ্যে চারঘাট উপজেলার মোক্তারপুর ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সকাল সাড়ে ১০ টার দিকে আনারস প্রতীকের প্রার্থী ফকরুল ইসলাম এবং ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবের সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ারুল হক জানান, ভোট কেন্দ্রের ভিতরে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। যা কিছু ঘটেছে সবই কেন্দ্রের বাইরে।
পাশের উপজেলা বাঘায় রোকনুজ্জামানকে হারিয়ে আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ্যড. লায়েব উদ্দিন লাভলু। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছিলেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩২৪০৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী রোকনুজ্জামান আনারস প্রতীক পেয়েছেন ৩২২৯৯। ফলে বেসরকারী ভাবে ১০৬ ভোটের ব্যবধানে লাভলু বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোট বৈধ ভোটার সংখ্যা ৬৪৭০৪ ভোট,বাতিল হয়েছে ১৬৩১ ভোট। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬৬৩৩৫ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪০% বলে জানা গেছে উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত ফলাফল সিট থেকে।
এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মোকাদ্দেস। তার প্রাপ্ত ভোট ২৫,৬৩২ । অপর দিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: কামরুজ্জামান নিপ্পন বই প্রতিকে ভোট পেয়েছেন ২২,৯৯২টি।
অপর দিকে নারী ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন মোসা: রিনা খাতুন। তার প্রাপ্ত ভোট ২৫,৫৮৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা খাতুন লতা কলস প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২২,৪৯৬।
অন্যদিকে চারঘাট উপজেলায় ২৪০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন। বুধবার রাতে বেসরকারী ভাবে ফলাফলে মামুনকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চারঘাট উপজেলায় ৬৩ ভোট কেন্দ্রের ফলাফল এর ভিত্তিতে কাজী মাহমুদুল হাসান মামুন (মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন ৩২ হাজার ২৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছেন ৩২ হাজার ৪১। প্রাপ্ত ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের চেয়ারে বসলেন তরুন নেতা মামুন। ফলাফল ঘোষনার পরে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মামুন বলেন, এ বিজয় চারঘাটের গনমানুষের বিজয়। এ বিজয় সাধারন জনতার বিজয়। মানুষ তাদের সন্তানকে চিনতে ভুল করেনি। আগামী ৫ বছর মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চাই।
সানশাইন / শামি