সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নবাবগঞ্জ সরকারি কলেজ।
শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজ, অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান। অন্যান্য ক্যাটাগরির মধ্যে নবাবগঞ্জ সরকারি কলেজ রোভার গ্রুপ শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ, নবাবগঞ্জ সরকারি কলেজ বিএনসিসি শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক এনামুল হক, প্লাটুন কমান্ডার ও সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, শ্রেষ্ঠ রোভার শিক্ষক মোদাশ্বের হোসেন, আরএসএল ও সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ, শ্রেষ্ঠ শিক্ষার্থী মুশফিকা মিনহা, একাদশ শ্রেণি, ব্যবসায় শিক্ষা, শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী সাব্বির হোসেন এবং শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষার্থী আতাহার মেসবাহ নির্বাচিত হয়েছেন।