রাসিক মেয়র লিটনকে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের অভিনন্দন

সানশাইন ডেস্ক; বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ রাজশাহী জেলা শাখার নেতারা।

আজ রোববার দুপুরে নগরভবনে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে নেতৃবৃন্দ সম্মাননা ক্রেষ্ট উপহার দেয় । এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমানুর রহমান , উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. গাওহারুল ইসলাম, খন্দকার মো. মাহতাব হোসেন, সরকার মো. মোজাম্মেল হকসহ জেলা কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ | সময়: ৬:৫১ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর