সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় ছাতিয়ানগ্রাম পরিত্যক্ত রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ছাতিয়ানগ্রাম পরিত্যক্ত রেল স্টেশনের সামনে ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে। নিহতের পড়নে ছিলো জিন্স প্যান্ট ও শার্ট বয়স আনুমানিক ২৫ বছর।
ওসি আরও জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে।


প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪ | সময়: ৪:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ