যেখানে বাবর-কোহলিকে পেছনে ফেলেছেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক: এতদিন টি-টোয়েন্টিতে তিন হাজার রানের মাইলফলকে দ্রুততম ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। এবার তাদেরকেও পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
৩১ বছর বয়সী গতকাল ১৯ রান পূরণ করেই এই মাইলফলক স্পর্শ করেছেন। শেষ পর্যন্ত ৪৫ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ব্যাটে ভর করেই ৯১ রানের লক্ষ্য ৪৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে পার করেছে পাকিস্তান। তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করতে রিজওয়ানের লেগেছে ৭৯ ইনিংস। বাবর আর কোহলির লেগেছিল ৮১ ইনিংস।
টি-টোয়েন্টিতে সার্বিকভাবে অষ্টম ব্যাটার হিসেবে রিজওয়ান তিন হাজার কিংবা তার চেয়ে বেশি রানের মাইলফলকে পৌঁছেছেন। তালিকায় ১১৭ ম্যাচে ৪ হাজার ৩৭ রান নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি।


প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪ | সময়: ৪:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ