ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫

স্পোর্টস ডেস্ক: সারাদেশের মতো ময়মনসিংহে আজও গরম কম নয়। পাশাপাশি রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামেও গরমের আঁচটা যেন বেশি পড়েছে। এরই তেজে ঐতিহ্যবাহী মোহামেডান তো প্রায় একপেশে ম্যাচ খেলে ব্রাদার্স ইউনিয়নকে ধসিয়ে দিয়েছে। প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে সুলেমানে দিয়াবাতের হ্যাটট্রিকে সাদা-কালোরা ৮-০ গোলে বিধ্বস্ত করেছে গোপিবাগের ক্লাবটিকে। দিয়াবাতে একাই ৫ গোল করেন।
শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রথমার্ধে মোহামেডানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়লেও ব্রাদার্সের অসহায় আত্মসমর্পণ করতে সময় লাগেনি। ম্যাচ ঘড়ির ৪ মিনিটে ব্রাদার্সের মিরাজুল ইসলাম দারুণ সুযোগ পেয়েছিলেন। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে একক প্রচেষ্টায় বল নিয়ন্ত্রণে রাখেন, তারপর তার ডান পায়ের নিচু জোরালো শট সাইড বারের নিচে লেগে প্রতিহত হয়।
৩৩ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। মুজাফফরভের লং পাসে বক্সের ভিতরে শাহরিয়ার ইমন ফাঁকায় নিচু শটে গোলকিপার পরাস্ত করেন। ৪৩ মিনিটে মোহামেডান ব্যবধান দ্বিগুণ করে। ইমানুয়েল সানডের ক্রসে দিয়াবাতে দারুণ এক প্লেসিংয়ে জাল কাঁপান। যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের বাইর থেকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দিয়াবাতে ভেতরে ঢুকে শেষ বাধা আগুয়ান গোলকিপারকে ডজ দিয়ে সোজা বল জড়িয়ে দেন জালে।
বিরতির পর মোহামেডানের একচেটিয়া প্রাধান্য। ৬৮ মিনিটে দিয়াবাতে হ্যাটট্রিক পূর্ণ করেন। জাফর ইকবাল করেন অ্যাসিস্টে। ৭২ মিনিটে দিয়াবাতে স্কোরলাইন ৫-০ করেন। এরপর ৭৫ মিনিটে জুয়েল মিয়া স্কোরলাইন ৬-০ করেন। শেষের দিকে আরও দুই গোল হয়। ৮৭ মিনিটে ইমানুয়েল টনি সপ্তম গোল করেন। ৮৯ মিনিটে দিয়াবাতে ৮-০ করে ব্রাদার্সকে বড় লজ্জায় ফেলেন। দিয়াবাতে এ নিয়ে লিগে ১৩ গোল করে শীর্ষে চলে এলেন।
লিগে ১২ ম্যাচে সপ্তম জয়ে ২৬ পয়েন্ট নিয়ে মোহামেডান দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন এখনও জয়ের মুখ দেখতে পায়নি। নবম হারে আগের তিন পয়েন্ট নিয়ে ধীরে ধীরে দলটি রেলিগেশনের দিকে যাচ্ছে।


প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪ | সময়: ৫:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর