উপজেলানির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষ নিতে বললেন লিটন

স্টাফ রিপোর্টার
আসন্নউপজেলাপরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষ নেওয়ারজন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীরসদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, স্থানীয় এমপিদের পছন্দ করা ব্যক্তিই দলের প্রার্থী নয়। যে প্রার্থী গ্রহণ যোগ্য, জনগণের কাছে জন প্রিয় তিনিই আমাদের কাছে যোগ্য প্রার্থী। যোগ্য প্রার্থীর পক্ষেই দলের নেতাকর্মীদের থাকতে হবে।’

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন এ কথা বলেন। বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগরীর গণকপাড়া-জয়বাংলা চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে রাজশাহীর গোদাগাড়ী, তানোর ও বাগমারা উপজেলায় ভোট হতে যাচ্ছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি আবুল কালাম আজাদ ইতোমধ্যে তাঁর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবেএক নেতার নাম ঘোষণা করেছেন। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীও দুই উপজেলায় দুইপ্রার্থীকে সমর্থন দিচ্ছেন।তাই কিছু দিন আগে ওমর ফারুক চৌধুরীর কাছাকাছি থাকা আরেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলাল উদ্দিন সোহেলএখন দূরে। বেলাল তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে এসে ছিলেন এই জনসভায়। আর জনসভার মঞ্চে নির্বাচন নিয়েই নেতাকর্মীদের নির্দেশনা দিলেন লিটন। বললেন, যোগ্য প্রার্থীকেই বেছে নিতে হবে।

 

 

রাজশাহী সিটি করপোরেশনের এই মেয়র বলেন, ‘উপজেলা নির্বাচনে দলের পক্ষ থেকে দলের সভানেত্রী শেখহাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতোমধ্যে বলে দিয়েছেন, “নির্বাচিত হয়ে কেউ (এমপি) যেনমনেনা করে যে এটা আমার প্রার্থী। আমার প্রার্থী মানেই দলের প্রার্থী। অতএব,তাকেই ভোট দাও।”এই কথাটি আপনারা (নেতাকর্মীরা) মানবেননা, বিশ্বসকরবেননা। কারণ, বলা হয়েছে- যে গ্রহণ যোগ্য, জনগণের কাছে জনপ্রিয়, মানুষের জন্য কাজ করেন, তার অধিকার আছে নির্বাচনে দাঁড়াবার। তাঁকে যদি লোকালএমপি সমর্থন দেন, ভাল। নাদিলে জনগণ যেটি সমর্থন দেয়, সেটিই আমরা গ্রহণ করতে চাই। আসুন,ভাল ব্যক্তিত্ব নিয়ে নির্বাচিত হয়ে আসুন। কারও চামচা হয়ে নয়, কারও অপকর্মের সঙ্গী হওয়ার জন্য নয়।’
তিনি বলেন, ‘আমরা ভাল মানুষ চাই, যে ভাল মানুষগুলো আগামী দিনে ৩০ বছর, ৪০ বছর নেতৃত্ব দেবেন। উপজেলা চেয়ারম্যান হবেন, আগামীতে কোন এক সময় এমপি হবেন, মন্ত্রী হবেন। তাদের পথটা সুগম করে দিতে চাই।দলেরমধ্যে নির্বাচনের যে লড়াই, সে লড়াই টিগণতান্ত্রিকলড়াই। এই লড়াই আওয়ামীলীগ সমর্থন করেছে। দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক যেটি বলেছেন সেটিই আওয়ামী লীগের বক্তব্য। স্থানীয়কারও বক্তব্য আমরা শুনতে চাইনা।’
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতারজাহান,রাজশাহী-২ (সদর) আসনের এমপি শফিকুরর হমান বাদশা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনেরএমপি আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামীলীগের সভাপতি অনিলকুমার সরকার প্রমুখ।
সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু ও মহানগরেরযুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক, রাজশাহী-৫ আসনের সাবেক এমপিডা. মনসুরর হমান, রাজশাহী-৬ আসনের সাবেক এমপি রাহেনুল হক, জেলা যুবলীগের নেতা ওবায়দুর রহমান প্রমুখ।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪ | সময়: ৮:১৯ অপরাহ্ণ | Daily Sunshine