সর্বশেষ সংবাদ :

প্রতিক পেয়ে কাটাখালী পৌর মেয়র পদে উপ-নির্বাচনে ঘরে ঘরে ছুটছেন প্রার্থীরা

স্টাফ রিপোর্টার : অবশেষে আইনি জটিলতা পেরিয়ে আগামী ২৮ এপ্রিল রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল সোমবার হয়েছে প্রতিক বরাদ্দ। প্রতিক পেয়েই গণসংযোগে নেমেছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।
এই পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে অধ্যক্ষ মো. জহুরুল আলম (রিপন) পেলেন-মোবাইল ফোন, অধ্যাপক সিরাজুল ইসলাম-জগ, মিজানুর রহমান-চামচ, মোসা. রাবেয়া সুলতানা মিতু-হ্যাঙ্গার, আবু শামা-নারিকেল গাছ, মো. জিয়ারুল ইসলাম-ক্যারামবোর্ড ও মো. মোতাহার হোসেন-রেল ইঞ্জিল।
এদিকে হ্যাঙ্গার প্রতিক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন সাবেক মেয়র আব্বাস আলীর স্ত্রী মোসা. রাবেয়া সুলতানা মিতু। তিনি স্বামীর কাছে থেকে কেড়ে নেওয়া মেয়র পদ পুনঃউদ্ধারে শতভাগ আশাবাদী। তিনি গতকাল বিকালে শতাধিক নারী কর্মী নিয়ে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেন।
অপরদিকে পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা হাইউল আলম জানান, সোমবার হয়েছে প্রতিক বরাদ্দ এবং ২৮ এপ্রিল কাটাখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কাটাখালী পৌরসভার নির্বাচিত মেয়র আব্বাস আলীকে বহিষ্কার করায় এখানে মেয়রপদে উপ-নির্বাচন করা হচ্ছে।


প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ