ঈদ ও নববর্ষে ৭ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

স্টাফ রির্পোটার, শিবগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর সাতদিন বন্ধ থাকবে। দুপুরে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা মামুন উর রশিদ তথ্য নিশ্চিত করেছেন।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা মামুন উর রশিদ বলেন, আগামি ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাতদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামি ১৫ এপ্রিল থেকে যথাযথ নিয়মে এ বন্দরের সকল কার্যক্রম চালু হবে।
এদিকে, বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ ইমিগ্রেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা জাফর ইকবাল বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে।


প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪ | সময়: ৫:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ