সর্বশেষ সংবাদ :

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়। এরপর থেমে থেমে চলেছে বৃষ্টি। বুধবার দিনভর বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে জনজীবনে ছন্দপতন হয়েছে।
এদিকে, বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকালে অফিসগামী লোকজন আর স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। ঈদের আগে রাজশাহী নগরীর সাহেববাজার ও গণকপাড়া এলাকার ফুটপাতে কেনাকাটা জমে উঠেছিল। বুধবার বৃষ্টির কারণে দোকানপাটগুলো বন্ধ দেখা গেছে। শহরে মানুষের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, বর্ষা শুরুর আগেই এমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে কালবৈশাখীর প্রি-মৌসুমের বৃষ্টি বলা হয়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় রাজশাহীতে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিলো।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ‘সারাদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। এরপর দুইদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কখনো কখনো বৃষ্টিও হতে পারে। আগামী শনিবার আকাশ পরিষ্কার হয়ে যাবে।’


প্রকাশিত: মার্চ ২১, ২০২৪ | সময়: ৬:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ