প্রেমের বিয়ের এক মাস পর নববধূর রহস্যজনক মৃত্যু

মোহনপুর প্রতিনিধি:
কেশরহাট পৌরসভার শিহালায় গ্রামে প্রেমের সম্পর্কের পর বিয়ের মাত্র এক মাসের মাথায় গলায় ফাঁস নিয়ে নববধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১৩ মার্চ) দিনগত রাত একটার দিকে কেশর গ্রামের ভাড়া ভাসায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে ওই নববধূর মত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারী কেশরহাট পৌরসভার কেশর মহল্লার আশরাফল ইসলামের ছেলে (ট্রাক চালক) আসাদুলের ইসলামের সঙ্গে প্রেমের সম্পের্কে এফিডেফিডের মাধ্যমে বিয়ে হয়েছিল নওগাঁ জেলার রানীনগর উপজেলার নান্দাইবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে আশারাফিয়া আক্তার জুঁইয়ের (১৭)। আসাদুল ইসলাম স্ত্রীকে নিয়ে নিজ গ্রামেই আলম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। বিয়ের পর থেকে স্বামীর ঘরে সুখী হতে পারেননি জুঁই।

 

স্বামীর ঘরে অনেকটায় জিম্মিদশায় থাকতে হতো জুঁইকে। ১৩ মার্চ রাতে জুঁই ওড়না পেঁচিয়ে মৃত্যুর ঘটনায় স্ত্রী জুঁইয়ের বিরুদ্ধে ছিল স্বামীর অবাধ্যততার অভিযোগ। স্ত্রী শার্ট—প্যান্ট পরে বাড়ির বাহিরে ঘুরতে চাইলে স্বামী তা বারন করলে রাতে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এসময় স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফিরে দেখেন স্ত্রী ওড়নায় ফাঁস নিয়ে মারা গেছেন। এটি রহস্যময় আত্মহত্যা বলে ধারণা করছেন অনেকেই। স্বামী প্রকৃতির ডাকে সাঁড়া দিতে কত সময় লাগে। আর শার্ট-প্যান্ট পরতে বারণ করায় একজন নারী এধরণের সিদ্ধান্ত নিয়েছে এটাও অনেকে অবাস্তব ঘটনা মনে করছেন।

 

কেশরহাট গ্রামের ভাড়া করা ঐ বাসার আরেক ভাড়াটিয়া পিন্সিল দেওয়ান জানান, রাত একটার দিকে গলায় ফাঁস দিয়ে জুঁই আত্মহত্যা করে। তবে তাদের সংসারে কি ঘটেছে তা আমরা জানিনা।

 

নববধূর গলায় ওড়না পেচানোর দাগ ছাড়া শরিরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল বলেন এটি প্রাথমিক ভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্তার প্রক্রিয়া চলছে।

 


প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪ | সময়: ৭:০১ অপরাহ্ণ | Daily Sunshine