সর্বশেষ সংবাদ :

বিএমডিএ’র সাথে ইবিএ প্রকল্পের প্রতিনিধি দলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ইবিএ প্রকল্পের বরেন্দ্র এলাকার কার্যক্রম পরিদর্শন ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে বিএমডিএর আয়োজনে দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্র্তৃপক্ষের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মিসেস মুন সিরিস্তা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ইবিএ প্রকল্পের ফোকাল পয়েন্ট ও তত্বাবধায়ক প্রকৌশলী আবদুল লতিফ স্লাইড এর মাধ্যমে প্রকল্পের চলমান কাজ সম্পর্কে অবহিত করেন। আলোচনা সভা সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বেগম শাহানাজ পারভীন প্রকল্প ব্যবস্থাপক ইবিএ প্রকল্পের, মো ফখরুল মজিদ ফাইনান্স ম্যানেজার ইবিএ, ড. মোহাম্মদ আব্দুল মোতালিব উপ-পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) পরিবেশ অধিদপ্তর. উপপ্রকল্প পরিচালক ইবিএ প্রকল্প, অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সচিব শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী জেলার তানোর উপজেলার তালন্দ ইউনিয়নে, বাদৈর ইউনিয়ন ও ঝিনাখোর মৌজায় বৃষ্টির পানি ধারনের জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কর্তৃক পুনঃখননকৃত খাল পরিদর্শন করেন ইবিএ প্রকল্পের প্রতিনিধি দল।


প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪ | সময়: ৬:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ