বাঘায় ভ্রাম্যমান আদালতে দুই জনের ৬০ হাজার জরিমানা

স্টাফ রিপোর্টার,বাঘা:

রাজশাহীর বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুকুর খনন ও পরিবেশ বিপর্যয়ের দায়ে দুই ব্যক্তির ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুরে ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এ রায় কার্যকর করেন।

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার চক ছাতারী এলাকায় প্রকাশ্য দিবালকে অবৈধভাবে পুকুর খনন করছিল ঐ গ্রামের শিহাব উদ্দিন। এ খবর পেয়ে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে যান এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

 

এর আগে উপজেলার তেপুখুরিয়া এলাকায় পরিবেশ বিপর্যয়ের দায়ে উক্ত গ্রামের শিমুল হোসেন এর ১০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ।

 

স্থানীয় লোকজন জানান, পৃথক দুটি ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই পুকুর খননের জরিমানা খবর শুনে সন্তোষ প্রকাশ করেছেন।

সানশাইন / শামি


প্রকাশিত: মার্চ ৪, ২০২৪ | সময়: ৮:০৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর