মুশফিকের টানা দ্বিতীয় ফিফটি, সৌম্যর ব্যাটে চলছে ঝড়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় ম্যাচে ফিফিটি করেছেন ফরচুন বরিশালের মুশফিকুর রহিম। মুশফিকের মতো বরিশালের আরেক ব্যাটার সৌম্য সরকারের ব্যাটে ঝড় চলছে।
মুশফিকের ফিফটি আর সৌম্যর ঝড়ো ইনিংসে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল। সর্বোচ্চ ৬২ রান আসে মুশফিকের ব্যাট থেকে। ৪৪ বলে ৬টি চার ও ২টি ছয়ের মারে এই রান করেন তিনি। মুশফিকের ব্যাটে টানা দ্বিতীয় ফিফটি দেখলো বিপিএল। আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন ৬৮ রানের ইনিংস। আজ তার ব্যাট থেকে আসে ৬২ রান।
কথা বলছে সৌম্যর ব্যাটও। গতকাল ১০ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন রানআউট হয়ে। আজ তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৩ রানের ইনিংস। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বরিশাল মুশফিক-সৌম্যর ব্যাটে এগোতে থাকে। দুজনের জুটি থেকে আসে ৪৫ বলে ৬৬ রান। শুরুতে তামিম ইকবালের ব্যাট থেকে আসে ১৬ বলে ১৯ রান।
এই তিনজন ছাড়া বরিশালের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নেন রস্টন চেজ-ম্যাথু ফোর্ড।


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪ | সময়: ৪:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ