সর্বশেষ সংবাদ :

মোহনপুরে শত্রুতার বিষে পুকুরের মাছ নিধন

স্টাফ রিপোর্টার, মোহনপুর: রাজশাহীর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের তাঁতীপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ছয় লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, তাঁতীপাড়া গ্রামের আব্দুল গাফফারের ছেলে মৎস্যচাষি রায়হান আলী ১০ বছর মেয়াদে পুকুর লীজ নিয়েমাছ চাষ করে আসছিলেন দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছচাষ করেই জীবিকা নির্বাহ করে থাকেন।
ভুক্তভোগী মাছ চাষী রায়হান জানান, একই গ্রামের কিছু ব্যাক্তিরা পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে উল্লেখিত রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে পুকুরে থাকা প্রায় ছয় লক্ষাধিক টাকার মাছ মারা যায়।
প্রতিবেশি বলে জানা যায়, রায়হান আলী মাছচাষ করেই জীবিকা নির্বাহ করেন। কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা সব মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মোহনপুর থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, ওই মৎস্যচাষী থানায় এসেছে অভিযোগ করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ