সর্বশেষ সংবাদ :

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে সাবিনা

স্পোর্টস ডেস্ক: ভিসা জটিলতায় ভারতের লিগে খেলা অনিশ্চিত ছিল সাবিনা খাতুনের। অবশেষে রোববার ভারতের ভিসা পেয়েছেন তিনি। তিন মাসের চুক্তিতে ভারতীয় লিগে খেলতে গেছেন সাবিনা।
বাংলাদেশের নারী ফুটবলারদের মধ্যে সাবিনা প্রথমবারের মতো দেশের বাইরে খেলা শুরু করেন। মালদ্বীপের লিগে কয়েক বার খেলা সাবিনা ভারতে খেলেন ২০১৮ সালে। ৫ বছর পর আবারও খেলতে যাচ্ছেন সেখানে। গত ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভারতীয় নারী ফুটবল লিগের খেলা। এরই মধ্যে ৪টি ম্যাচ শেষ হয়েছে কিকস্টার্ট ক্লাবের। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে সাবিনার ক্লাব। সব কিছু ঠিক থাকলে সাবিনা ১৭ জানুয়ারি লিগে পরের ম্যাচটি খেলবেন। এই ম্যাচটি হবে গোয়ায়। প্রতিপক্ষ সাবিনার সাবেক ক্লাব সেথু এফসি। ২০১৮ সালে প্রথমবারের মতো ভারতের ফুটবল লিগে খেলেছিলেন বাংলাদেশের গোলমেশিন সাবিনা। সেবার ৭ ম্যাচে গোল করেন ৬টি।


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪ | সময়: ৫:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ