সর্বশেষ সংবাদ :

ধানসিঁড়ি সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন

প্রেস বিজ্ঞপ্তি: ধানসিঁড়ি সাহিত্য পরিষদ রাজশাহী শনিবার সন্ধ্যায় পদ্মা হাউজিংয়ের প্রফেসর ড. দুলাল চৌধুরীর বাসভবনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. আবদুল খালেক। তিনি বলেন, রবীন্দ্র-নজরুল বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও অসম্প্রদায়িক চেতনার ধারক বাহক। তাঁদের প্রদর্শিত পথ ধরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এই দুই কবির কাছে বাঙালির অনেক ঋণ আছে। এই ঋণ অপরিশোধ্য। প্রফেসর ড. অনিক মাহমুদ দুই কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বরচিত ২টি কবিতা পাঠ করেন। কবিতা আবৃত্তি করেন ড. মাসুমা খানম ও চামেলী রায়। স্বরচিত ছড়া শোনান নার্গিস নূরুল্লাহ। রবীন্দ্র-নজরুল সঙ্গীত পরিবেশন করেন ড. দুলাল চন্দ্র রায়। মারজানা সাবিহা শুচি তার ভাললাগার অনুভূতি ব্যক্ত করেন। সভাপতি রাশেদা খালেক বলেন, বাংলা ভাষা, বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনজুড়ে এই দুই কবি যেমন পূর্ণতা এনছেন, জ্যোতি ছড়াচ্ছেন, তেমন ভরসা প্রেরণা দিয়ে উজ্জীবিত রেখেছেন এবং রেখে যাবেনও। তাই মানবজীবনে এই কবির প্রাসঙ্গিকতা চিরকাল বিরাজমান থাকবে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ।


প্রকাশিত: মে ৩০, ২০২২ | সময়: ৫:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ