নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির প্রথম ভার্চুয়ালি এজিএম

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) প্রথম বারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫০১ জন গ্রাহক সদস্য অনলাইনে রেজিস্ট্রেশন করে অংশ গ্রহণ করেন।
গত শনিবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সমিতির সদর দপ্তরের বোর্ড রুম থেকে ওই সভা পরিচালনা করা হয়। সমিতি বোর্ডের ১০ জন পরিচালক, বিআরইবির উপ-পরিচালক এসএম কামাল হোসেন, জিএম মোমীনুল ইসলাম, নাটোর পবিস-১ ও পাবনা পবিস-১ এর জিএমদ্বয়, সমিতির ডিজিএমগণসহ অন্যান্য কর্মকর্তারা অনলাইনে যুক্ত থাকেন।
অনুষ্ঠানে অনলাইনে রেজিস্ট্রেশনকৃত গ্রাহকদের মধ্যে ডিজিটাল প্লাটফর্মের লটারী করে ১০ জনকে, বিভিন্ন শ্রেণির ৩৫ জন উত্তম গ্রাহককে এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বিআরইবি কর্তৃক নির্বাচিত ৪ জন গ্রাহককে পুরস্কার প্রদান করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সমিতি বোর্ডের ২০২২ মেয়াদে নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে জামিল হোসেন, সহ-সভাপতি পদে জহুর আহম্মেদ, সচিব পদে আশরাফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে আজিজা আখতার আমিন নির্বাচিত হয়।


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ | সময়: ৬:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ