নওগাঁ-৩ আসনে সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী’কে মন্ত্রী করার দাবিতে জনতার ভীড়

বদলগাছী প্রতিবেদক:
নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের নবনির্বাচিত নৌকার মাঝি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন) কে শুভে”ছা জানাতে লাখো জনতার উপছে পড়া ভীড়। পুষ্পমাল্য ও হাতে হাতে ফুলের তোড়া নিয়ে লাইন ধরে একের পর এক পুষ্পমাল্য ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

সোমবার (০৮ জানুয়ারি) সকাল থেকেই উপজেলার বালুভরা ইউনিয়নের বালুভরা আর. বি. স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হয় শুভে”ছা জানানোর পালা। বেলা যতই বাড়ে ততই নেতা কর্মীসহ সাধারণ জনতার ভীড় জমে উঠে স্কুল মাঠ, স্থানীয় বাজার এলাকা, রাস্তাঘাট’সহ আশে পাশের এলাকায়। রাস্তায় যানজট সৃষ্টি হয়। উৎসুক জনতা দু-আড়াই কিলো দূরে মটর সাইকেল যানবাহন রেখে পায়ে হেঁটে স্কুল মাঠে জমায়েত হয়। হাজার হাজার জনতার ভীড়ে শুভেচ্ছা বিনিময় অনেকটা অগোছালো হয়ে পড়ে। জনতার মুখে মুখে একটি বাণী, এবার আমরা যোগ্য এমপি নির্বাচিত করেছি এবং তিনি মন্ত্রীত্ব পাবেন। সৌরেন্দ্র নাথ মন্ত্রীর পদ পাবেন এমন গুঞ্জন বদলগাছী- মহাদেবপুর নির্বাচনী এলাকার মানুষের মুখে মুখে।

 

নবনির্বাচিত এমপি’কে নিয়ে এলাকার ৫শতাধীক নেতা কর্মীসহ সাধারণ জনগনের মতামত জানতে চাইলে মতামতে জানান, তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানান সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী’কে নওগাঁ ৩-আসনে নৌকা দিয়েছেন আমরা তাকে বিপুল ভোটে নির্বচিত করেছি। এখন আমাদের দাবী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী’কে মন্ত্রীর পদ দিতে হবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জনতার ভীড় দেখে উপস্থিত সাংবাদিকরা হতবাক হয়ে পড়েন। অতীত ইতিহাসে জেলায় কোন এমপি/মন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ে এতো জনসমাগম আর কখনো হয়নি।

সানশাইন / শামি


প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪ | সময়: ৮:৪০ অপরাহ্ণ | Daily Sunshine