সর্বশেষ সংবাদ :

নাটোরের চারটি আসনে ২৩ এমপি প্রার্থীর জামানত বাতিল 

নাটোর প্রতিনিধি : 
নাটোরের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র, জাতীয় পাটি, ওয়াকার্স পাটি, জাসদ, বিকল্পধারা, তৃনমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, তরিকত ফেডারেশন, জেপি ও বিএনএম এর ২৩ এমপি প্রার্থী পর্যাপ্ত ভোট না পাওয়ায় তাদের জামানত বাতিল করেছে নির্বাচন কমিশন।

 

নাটোর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাসের ভুঞা সূত্রে জানা গেছে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে শেষ পর্যন্ত চূড়ান্ত প্রার্থী ছিলেন ৩২জন। এর মধ্যে মোট ভোটের আট শতাংশের নিচে ভোট পাওয়ায় জামানত বাতিল ২৩ এমপি প্রার্থীর। জামানত বাতিল হওয়া এমপি প্রার্থীরা হলেন, নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগ নেতা কাজল রায় (ঢেঁকি), জাতীয়পার্টির মোঃ আশিক হোসেন (লাঙ্গল),ওয়াকার্স পাটির মোঃ ইব্রাহীম খলিল(হাতুড়ি), জাসদের মোয়াজ্জেম হোসেন (মশাল), সুপ্রিম পার্টির লিয়াকত আলী (একতারা) ও জামাল উদ্দিন ফারুন (ট্রাক)।

 

নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনে জাতীয় পার্টির সাবেক অতিরিক্ত সচিব ড. নুরুনবী মৃধা (লাঙ্গল),জাসদের শরিফুল ইসলাম (মশাল)ও বাংলাদেশ কংগ্রেস এর বজুলর রশীদ (ডাব) প্রতীকে জামানত হারিয়েছেন।

নাটোর-৩ (সিংড়া) আসনে জাতীয় পার্টির আনিসুর রহমান (লাঙ্গল), ওয়াকার্স পার্টির সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (হাতুড়ি), বিকল্পধারার আনোয়ার হোসেন (কুলা), তৃনমূল বিএনপির আবুল কালাম আজাদ( সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস এর আমিরুল ইসলাম (ডাব), তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন (ফুলের মালা) ও স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন (ট্রাক) প্রতীকে জামানত হারিয়েছেন।

 

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে এখানে গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ (ঈগল), জাতীয় পার্টির জেলা সভাপতি অধ্যাপক আলা উদ্দিন মৃধা (লাঙ্গল), জেপির সেলিম রেজা (বাইসাইকেল), বিএনএম এর গাজী আবু সায়েম রতন (নোঙ্গর), তৃনমূল বিএনপির আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস এর শান্তি রিবারু (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ (দোলনা) প্রতীক নিয়ে জামানত হারিয়েছেন। তবে এর মধ্যে জাতীয় পার্টির জেলা সভাপতি অধ্যাপক আলা উদ্দিন মৃধা (লাঙ্গল) নির্বাচনের বেশ কয়েকদিন আগে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

সানশাইন / শামি

 


প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪ | সময়: ৭:০৬ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর