সর্বশেষ সংবাদ :

সপ্তাহের ব্যবধানে হিলিতে বেড়েছে সবধরনের মাছের দাম

হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে এক সপ্তহের ব্যবধানে সবধরনের মাছের দাম বেড়েছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। প্রকারভেদে প্রতকেজি মাছে দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ১ সপ্তাহ আগে প্রতিকেজি রুই মাছ ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকা কেজি দরে। পাঙ্গাস মাছ প্রতিকেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দরে। শুক্রবার (২৯ ডিসেম্বর) হিলি বাজারে মাছ কিনতে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

 

পাঙ্গাস মাছ কিনতে আসা মো. জামাল উদ্দিন বলেন, ‘গত শুক্রবার (২২ ডিসেম্বর) পাঙ্গাস মাছ কিনি ১৪০ টাকা কেজি দরে। আজ শুক্রবার কিনলাম মাঝারি সাইজের গুলো ১৬০ টাকা কেজি দরে। আর বড় সাইজের গুলো বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।’

 

আরেক ক্রেতা মো. আখিউল ইসলাম বলেন, ‘আমি মধ্যবিত্ত আয়ের মানুষ। সিলভারকাপ মাছ কিনতে এসেছি। ছোট সাইজের সিলভারকাপ প্রতিকেজি ১৪০ টাকা কেজি আর একটু বড় সাইজেরগুলো ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে ছোট সাইজেরগুলোই কিনলাম।’

 

আখিউল ইসলাম আরও বলেন, ‘বেশি বেড়েছে রুই-বাটা মাছের দাম। বড় সাইজের প্রতিকেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। আর ছোট সাইজেরগুলো বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে। যা গেলো সপ্তাহে বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে।’

 

মাছ বিক্রেতা আব্দুল কুদ্দুস বলেন, ‘হঠাৎ করেই বাজারে মাছের সরবরাহ কমে গেছে। শীতের কারণে হয়তো অনেক মাছ চাষী পুকুর থেকে মাছ তুলছেন না। তাই বাজারে মাছ কম আসছে। আমদের বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

 

আব্দুল কুদ্দুস আরও বলেন,‘এক সপ্তাহ আগে যে রুই মাছ পাইকারি ১৮০ টাকা কেজি দরে কিনি। আজ সেই সাইজের রুই মাছ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। আর বিক্রি করছি ২৪০ টাকা কেজি দরে।’

সানশাইন / শামি


প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ | সময়: ৭:০৭ অপরাহ্ণ | Daily Sunshine