এশিয়ান গেমস: বাংলাদেশের ব্যর্থতার দায় স্বীকার করলেন অধিনায়ক সাইফ

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে কষ্ট করে মালয়েশিয়ার বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে হতাশাজনকভাবে হারতে হয়েছে সাইফ হাসানের দলকে। ৯ উইকেটে হারের পর অধিনায়কের সরল স্বীকারোক্তি, তার দল ভালো ক্রিকেট খেলতে পারেনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে চার-ছক্কার ফুলঝুরি ছোটে, সেখানে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে মাত্র ৯৬ রান। যেটা ভারত অতিক্রম করে ফেলে মাত্র ৯.২ ওভারে। তিলক ভার্মা ও রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে ৯ উইকেট ও ৬৪ বল হাতে রেখে জিতে যায় ভারত। ম্যাচ শেষে ব্যর্থতার দায় স্বীকার করে সাইফ বলেছেন, ‘আমরা আসলে ভালো খেলতে পারিনি। আমাদের ব্যাটিংটাও ভালো হয়নি, বোলিংটাও। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আসলে অল্প রান করে ভালো করা সম্ভব না।’
একই উইকেটে বাংলাদেশ ব্যাটিংয়ে ধুকলেও ভারত ছিল আগ্রাসী। এখানে সাইফ দায় দিলেন বোলারদের, ‘এই উইকেটে ভারত কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে খেলেছিল। এরপর গেলো দুই দিন উইকেট ঢাকা ছিল। বৃষ্টিও ছিল গুঁড়ি গুঁড়ি। সে কারণে উইকেট কিছুটা ভেজা ছিল। আসলে আমাদের বোলিংটাও ভালো হয়নি।’
প্রথম সেমিফাইনাল জিতে ভারত ফাইনাল নিশ্চিত করার পর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও পাকিস্তান। সেখানে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আফগানরা। শনিবারের বাংলাদেশ সময় বেলা ১২টায় স্বর্ণের লড়াইয়ে আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত। আর ব্রোঞ্জের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। একই দিন বাংলাদেশ সময় সকাল সাতটায় ম্যাচটি শুরু হবে।


প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩ | সময়: ৬:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ