রাজশাহী-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন ডালিয়া

স্টাফ রিপোর্টার: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে প্রার্থীত্বা ফিরে পেলেন আয়েশা আক্তার ডালিয়া। উচ্চ আদালতে আপিল করে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী আয়েশা আক্তার ডালিয়া। রবিবার আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থিতা ফেরত পেয়ে আয়েশা আক্তার ডালিয়া জানান, তানোর ও গোদাগাড়ীর মানুষ তার দিকে চেয়ে ছিলেন। ভোটের মাঠে লড়াই করে তিনি জিতবেন।
আয়েশা আক্তার ডালিয়া বলেন, আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম। আজকে সেটারই প্রতিদান পেয়েছি। এখন নির্বাচনের মাঠে লড়াই শুরু হবে। সে যুদ্ধে নামতে প্রস্তুত আমি এলাকার মানুষের মুখে হাসি ফুটাতে। আপিল শুনানিতে ডালিয়া যুক্তি গ্রহণ করে তার মনোনয়নপত্রকে বৈধতা দিয়েছে উচ্চ আদালত।
এর আগে, শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়ার দেওয়া সাক্ষরের সাতটি ভোটারের তথ্য পাওয়া যায়নি। এ জন্য নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করেছিলেন।


প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩ | সময়: ৪:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ