রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অপরাধের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাংলাদেশি অধ্যুষিত ‘ওজন পার্ক’ এলাকা। এই ওজন পার্ক এলাকায় এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশিকে খ্নু করেছে দুর্বৃত্তরা। ওজন পার্কে ৯০-এর দশকে প্রথম খুন হয়েছিলেন আহাদ আলী নামের এক বাংলাদেশি। সর্বশেষ খুনের ঘটনাটি ঘটে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি। এসব ঘটনায় নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্েয চরম আতঙ্ক বিরাজ করছে।
বুধবার রাত ১২টার দিকে কুইন্স ও ব্রুকলিনের সীমান্তবর্তী ওজন পার্ক এলাকায় গ্নেনমোর এভিনিউয়ের কাছে ফরবেল স্ট্রিটে বন্দুকধারীর গুলিতে প্রবাসী বাংলাদেশি মোদাসসার খন্দকার (৩৬) নিহত হন। পুলিশ সূত্রে জানা যায়, বন্দুকধারীর গুলিতে আহত মোদাসসারকে দ্রুত স্থানীয় জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পরেই চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।
২০১৬ সালের ১৩ আগস্ট ওজন পার্ক এলাকায় গ্নেনমোর এভেন্যুর আল ফোরকান জামে মসজিদে জোহরের নামাজ শেষে ইমাম আলাউদ্দিন আকঞ্জি ও মুয়াজ্জিন তারা উদ্দিন মিয়া একত্রে বাড়ি ফিরছিলেন। সেসময় অজ্ঞাত এক দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন স্থানীয় মসজিদের ইমাম আলাউদ্দিন আকঞ্জি। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুয়াজ্জিন তারা উদ্দিন মিয়া।
২০১৪ সালে আগে ওজন পার্ক এলাকার তিন ব্লক দূরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলামকে। এছাড়াও ওজন পার্ক এলাকায় আরও দুই বাংলাদেশি দুর্বৃত্তের হামলার শিকার হয়ে খুন হন। এরা হলেন শিবলি ও সাদ উদ্দিন।
ওজন পার্ক এলাকায় বাংলাদেশিরা আশির দশক থেকে বসতি শুরু করেন। সেসময় ওজন পার্ক এলাকায় সিলেট অঞ্চলের লোকজন বেশি ছিলেন। নব্বই-এর দশক থেকে বাংলাদেশের অন্যান্য এলাকার লোকজনও ওজন পার্কে বসবাস শুরু করেন।