জয়পুরহাটে বিভিন্ন প্রার্থীদের গণসংযোগ অব্যাহত

জয়পুরহাট প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার জয়পুরহাট -১ ও জয়পুরহাট -২ এ দুটি আসনের সংসদ সদস্য(এমপি) পদপ্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর থেকে দেশের অন্যান্য স্থানের ন্যায় জেলায় জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা । ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। চলছে মাইকিং, মিছিল ও সভা- সমাবেশ ।ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন প্রার্থীরা।দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বিতরণ করছেন লিফলেট – হ্যান্ড বিল।

 

 

 

রোববার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা অব্দি জয়পুরহাট- ১ আসনের নৌকা প্রতীকের আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু জয়পুরহাট জেলা শহরের বিভিন্ন এলাকা, ব্যস্ততম শহরের বিভিন্ন মার্কেট ও অলিগলিতে, ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী রায়হান মন্ডল মনু জয়পুরহাট সদরে খঞ্জনপুর, বুলুপাড়া, বেল আমলা, ভাদসা ইউনিয়নের গোপালপুর ও দোয়ানি ঘাট , কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা পাঁচবিবি উপজেলার কুসুম্বা, মোহাম্মদপুর ও আওলাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবং ঈগল পাখি মার্কা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর, ছইদালী মোড়, উত্তর জয়পুর, নিত্তি পাড়া ইত্যাদি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩ | সময়: ৭:০১ অপরাহ্ণ | Daily Sunshine