শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : অস্থিতিশীল পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাজশাহীতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে মহানগরীর সাহেববাজার মাস্টারপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এটি রাজশাহীর প্রধান পাইকারি আড়ত। এখানে অভিযানের সময় মূল্য তালিকা না থাকায় তিনজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলার সহকারী পরিচালক মাসুম আলী। অভিযানের সময় তিনি মাস্টারপাড়ার তিনটি দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করেন। তাদেরকে ভবিষ্যতের জন্যও সতর্ক করে দেওয়া হয়।
তিন ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের করা জরিমানা আদায় করেন। বর্তমানে এই বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি এবং পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। মাসুম আলী জানান, বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে। যদি কেউ অতিরিক্ত মজুদ এবং অতিরিক্ত দাম রাখেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।