হরিয়ানে নৌকার বিপক্ষ প্রার্থীর ভোট করায় পাঁচজনকে বহিস্কারের সুপারিশ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবার হরিয়ানের পাঁচজন আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর পক্ষে ভোট করায় হরিয়ান ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইসলাম আলীকে দলীয় পদ ও প্রাথমিক পদ থেকে তাদের অব্যাহতি হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক সকল পদ থেকে তাদেরকে অপসারণ করা হয়।
জানা গেছে, আগামী ১৭জুলাই পবার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা নৌকা প্রতিকের প্রার্থী হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেনকে পরাজিত করার লক্ষে এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করছেন।


প্রকাশিত: জুলাই ১২, ২০২৩ | সময়: ৫:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ