পেঁয়াজ বীজ বিক্রেতাদের সঙ্গে বাজার সংযোগ সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় পেঁয়াজ বীজ বিক্রেতাদের সঙ্গে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রোমোটিং এগ্রিকালচার কমার্সিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজস (পেস) প্রকল্পের আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত সংযোগ সভায় বক্তব্য দেন প্রয়াসের পেস প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ জহুরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।

 

 

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, লিফট কর্মসূচির আওতায় চর ল্যান্ড লিজ প্রকল্পের কারিগরি কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, পেস প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর আব্দুল মোমিন, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।

 

 

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩ | সময়: ৮:১৫ অপরাহ্ণ | Daily Sunshine