মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতায় কাটা তৈরির কারিগরসহ ৮ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : 
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কে বিশেষ কায়দায় তৈরী কাটা ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগে কাটা তৈরীর কারিগরসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় ৩১ লোহার পাতের তৈরী চার/পাঁচকাটা উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আসগর আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া খড়কপুর এলাকায় গত সোমবার রাতে লোহার পাত দিয়ে বিশেষ কায়দায় তৈরী চারকাটা ফেলে দু’টি ট্রাক ও একটি এ্যাম্বুলেন্স আটকানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। এখবরের পর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসানের নির্দেশনায় শিবগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ টিম শিবগঞ্জ উপজেলার শান্তিমোড় এলাকার সুমাইয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে শিবগঞ্জের পারদিলালপুর গ্রামের ইসমাইল হোসেন (৩২) কে কাটা বানানোর সময় ১০টি পাঁচকাটাসহ আটক করা হয়। পরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ইসমাইলের দেয়া তথ্যের ভিতিতে শিবগঞ্জের পারদিলালপুর, মুসলিমপুর এলাকা থেকে ২১ টি চার/ পাঁচকাটাসহ পারদিলালপুরের আব্দুস সামাদ (২৪), মহাজনপাড়ার জানিবুল ইসলাম জোশি (৩৫), আতিকুল ইসলাম শাওন (২০), চকদৌলতপুরের সনি আহমেদ (২৪), কালুপুরের সারোয়ার জাহান সুজন ওরফে ইসমাইল (২৬), চন্ডিপুরের শাহাদাত হোসে (৩২) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মুন্সি মন্ডল টোলার সাদমান সাকিব ওরফে লিপু (৩২) কে আটক করা হয়।

এঘটনায় শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ আসামীদের আদালতে সোপার্দ করা হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩ | সময়: ৭:৩১ অপরাহ্ণ | Daily Sunshine