হিলিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত আলু আমদানির সময়সীমা বাড়লো

হিলি প্রতিনিধি : 
আলু আমদানির মেয়াদ আরো ১৫ দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আলু আমদানির সুযোগ পাবেন আমদানিকারকরা। এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন আমদানি কারক ও আলু ব্যবসায়ীরা।

দেশের বাজারে আলুর দাম অস্থিতিশীল হয়ে উঠলে গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয় সরকার। ২ নভেম্বর থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আলু আমদানি করতে শুরু করেন আমদানিকারকরা। শুধু হিলি বন্দর দিয়েই ৪০ হাজার টন আলু আমদানির অনুমতি পান কয়েকজন ব্যবসায়ী। এতে আলুর সরবরাহ বাড়ায় দাম কমে আসে। তবে আমদানির মেয়াদ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। ফলে গত বৃহস্পতিবারই ছিল আলু আমদানির শেষ দিন। কিন্তু বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় আমদানির মেয়াদ আরো কিছুদিন বাড়ানোর দাবি তোলেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে ও ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার আরো ১৫ দিন আলু আমদানির অনুমতিপত্র ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

সানশাইন / শামি


প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ | সময়: ৬:৫৮ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর