মহিলা পরিষদ রাবি শাখার মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রাবি তাপসী রাবেয়া হলে শিক্ষার্থীদের সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বামপ রাবি শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা রাশেদা খালেক, প্রধান অতিথি ছিলেন হল প্রাধ্যক্ষ ড. জুয়েলী বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন রাবি শাখার সাধারণ সম্পাদক প্রফেসর মোবাররা সিদ্দিকা, নারী নির্যাতন বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন সহসভাপতি প্রফেসর মাহবুবা কানিজ কেয়া।
সভায় ছিলেন আন্দোলন সম্পাদক কল্পনা ভৌমিক, সহসভাপতি আফরোজা আহমদ, সহসম্পাদক ড. নুসরাত জাহান, হল হাউস টিউটর রাকিবুল হাসান নিরব, রাফিয়া আউয়াল তৃষা। মতবিনিময় সভায় হলের ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তামান্না।


প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ | সময়: ৫:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ